সাত পাকে বাধা পড়লেন দিয়া মির্জা ও ভৈবাভ রেখি। 'ভালোবাসা চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল' বলল দিয়া
Tuesday, February 16 2021, 11:53 am

সোমবার দিয়া মির্জা ঘরোয়া অনুষ্ঠান করে ব্যবসায়ী ভৈবাভ রেখি-র সাথে বিয়ে সম্পন্ন করলেন। দিয়া মির্জার পরনে ছিল লাল জরির শাড়ি, লাল ওড়না এবং গয়নাতে ট্রাডিশনাল সাজ। অন্যদিকে বৈভব রেখির পরনে ছিল ছিমছাম সাদা চোস্তা-পাঞ্জাবি সঙ্গে জওহর কোট। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে দিয়ে জানিয়েছেন, ''ভালোবাসা চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। আমরা তাঁকে ঘরে আমন্ত্রণ জানালাম। আশ্চর্যের বিষয় দরজায় টোকা মারতেই সেটা খুলে গেল। আপনাদের সঙ্গে আমার বিয়ের এবং পরিবারের ছবিগুলি ভাগ করে নিতে পেরে ভাল লাগছে।''
- Related topics -
- সেলিব্রিটি
- দিয়া মির্জা
- মডেল
- অভিনেত্রী
- বৈভব রেখি
- ভারতীয়