খেলাধুলা

MS Dhoni | ঋতুরাজ 'আউট', ধোনি 'ইন'! ফের CSKর অধিনায়ক পদে ফিরছেন 'ক্যাপ্টেন কুল'

MS Dhoni | ঋতুরাজ 'আউট', ধোনি 'ইন'! ফের CSKর অধিনায়ক পদে ফিরছেন 'ক্যাপ্টেন কুল'
Key Highlights

অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর CSKর পক্ষ থেকে ধোনিকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।

৩০শে মার্চ রাজস্থানের বিরুদ্ধে খেলতে গিয়ে কনুইয়ে চোট্ পেয়েছিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। চোট নিয়েই পরের দুটি ম্যাচও খেলেছিলেন তিনি। তবে তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না CSK ম্যানেজমেন্ট। চোটের কারণে আইপিএল ২০২৫ থেকে অনির্দিষ্টকালের জন্যে বাদ পড়লেন ঋতুরাজ। তার বদলে এবার IPLএর বাকি ম্যাচগুলোয় চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ থেকে ২০২২, টানা ১৫ বছর চেন্নাইয়ের অধিনায়কত্ব করেছেন ক্যাপ্টেন কুল। দলের রাশ এলো ফের তার হাতেই।