Kolkata League | ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ খেলতে রাজি নয় DHFC! কলকাতা লিগ নিয়ে ফের শুরু জট!

DHFC জানায় ১১ তারিখের মধ্যে খেলা দিলে সুবিধা হত, কিন্তু IFA তা করেনি।
কলকাতা লিগ নিয়ে ফের জট। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের সঙ্গে খেলতে রাজি নয় DHFC! IFA চেয়েছিল ১৩ ফেব্রুয়ারি ডায়মন্ড হারবার বনাম ইস্টবেঙ্গল ম্যাচ করতে। আর ১৮ই ফেব্রুয়ারি ডায়মন্ড হারবার বনাম মহমেডান স্পোর্টিং ম্যাচ। কিন্তু সামনেই আইলিগ সেকন্ড ডিভিশন, তাই ১৩ তারিখের ম্যাচ খেলা সম্ভব নয় বলে জানালো ডায়মন্ড হারবার ক্লাব। DHFC জানায় ১১ তারিখের মধ্যে খেলা দিলে সুবিধা হত, কিন্তু IFA তা করেনি। DHFC কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'আমাদের মূল লক্ষ্য আইলিগ দ্বিতীয় ডিভিশন, তাই IFA এই সূচি অনুযায়ী খেলা যাবে না'।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ইস্টবেঙ্গল
- ডায়মন্ড হারবার