Dharali flood | বিহারে মৃতদের 'ঘর ওয়াপসি'! নিজেদের শেষকৃত্যে আচমকা হাজির ধরালীর ৩ শ্রমিক

অনেক চেষ্টা করেও ফোনে যোগাযোগ করতে পারেনি পরিবার। এত দিনের নৈঃশব্দকে ‘মৃত্যু’র প্রমাণ বলে ধরে নিয়েই কুশপুতুল বানিয়ে ছেলেদের শেষকৃত্য শুরু করেছিলেন পরিজন।
গত ৫ অগস্ট ধরালীতে হড়পা বানের বিপর্যয়ের পর খোঁজ মেলেনি একাধিকের। ধরালীতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন বিহারের বছর উনিশের তিন যুবক রাহুল মুখিয়া, মুন্না মুখিয়া এবং রবি কুমার। দুর্ঘটনার পর ফিরে না আসা এবং যোগাযোগ না করাকে ‘মৃত্যু’র প্রমাণ হিসেবে ধরে তাঁদের নামাঙ্কিত তিনটি কুশপুতুলকে চিতায় শুইয়ে ছেলেদের শেষকৃত্য শুরু করেছিলেন পরিজন। আচমকা শ্মশানে হাজির হন জলজ্যান্ত তিন যুবক। এঘটনায় হতবাক বিহারের পশ্চিম চম্পারণের মাগালহিয়া গ্রাম। পরিবারের মুখে ফুটেছে হাসি।
- Related topics -
- দেশ
- হড়পা বান
- উত্তরাখন্ড
- মৃত্যু
- বিহার