Dhanteras 2024 । অক্টোবরের ২৯ না ৩০? এবছর ধনতেরাস পড়ছে কবে? পঞ্জিকা মতে শুভ সময়ই বা কখন? জানুন বিস্তারিতভাবে

Monday, October 28 2024, 8:08 am
highlightKey Highlights

প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। এবছর ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ২৯ অক্টোবর সকাল ১০.৩১ মিনিট থেকে। ধাতু কেনাকাটার শুভ সময় ২৯ অক্টোবর বিকেল ৬.৩১ মিনিট থেকে রাত ৮.১৩ মিনিট অবধি।


দীপাবলির আগে, কার্তিক মাসে, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয়। এই পুন্য তিথিতে ধন্বন্তরি, মা লক্ষ্মী ও কুবেরের পুজোর প্রথা রয়েছে। ২০২৪ সালে ধনতেরাসের শুভ সময় শুরু হচ্ছে ২৯শে অক্টোবর, মঙ্গলবার সকাল ১০.৩১ মিনিট থেকে। শুভ সময় থাকছে ৩০ অক্টোবর,বুধবার সকাল ৬.৩২ মিনিট অবধি। এবছর ধাতু কেনাকাটার শুভ সময় ২৯শে অক্টোবর, বিকেল ৬.৩১ মিনিট থেকে রাত ৮.১৩ মিনিট অবধি। এ সময়ের মধ্যে কিনতে পারেন সোনা, রুপো, ব্রোঞ্জ, পিতল বা তামা দিয়ে তৈরি জিনিস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File