Dhaka University | পাকিস্তান নিয়ে নিষেধাজ্ঞা তুলে দিলো ঢাকা বিশ্ববিদ্যালয়! বাংলাদেশের পাক ঘনিষ্ঠতায় পথে এই পদক্ষেপ
Monday, November 18 2024, 1:11 pm
Key Highlightsঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাকিস্তানের শিক্ষার্থীদের পড়ার উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাকিস্তানের শিক্ষার্থীদের পড়ার উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। এর ফলে পাকিস্তানের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে যেতে পারবে। সোমবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, ২০১৫ সালে জরুরি সিন্ডিকেট সভা ডেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর সম্প্রতি পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার পর, বাংলাদেশের পাক ঘনিষ্ঠতায় পথে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ঢাকা
- পাকিস্তান

