Sheikh Hasina Verdict | হাসিনাকে ফেরত চাইলো ঢাকা, বিবৃতি জারি করে উত্তর দিলো নয়াদিল্লি!

প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রক।
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফাঁসির সাজা ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রক। এদিকে ভারতের বিদেশমন্ত্রক তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘যেহেতু বাংলাদেশ ভারতের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী। তাই তাঁদের জনগণের স্বার্থে, শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ভারত সরকার আলোচনা করবে।’
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- ঢাকা
- নয়াদিল্লি
- শেখ হাসিনা
- মৃত্যুদণ্ড
