Bajaj Finance | ৩৪১ কোটি টাকা জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে বাজাজ ফিন্যান্স লিমিটেডকে নোটিস ধরাল DGGI

Saturday, August 10 2024, 5:35 am
Bajaj Finance | ৩৪১ কোটি টাকা জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে বাজাজ ফিন্যান্স লিমিটেডকে নোটিস ধরাল DGGI
highlightKey Highlights

কর ফাঁকি দেওয়ার অভিযোগে বাজাজ ফিন্যান্স লিমিটেডকে নোটিস ধরাল ডিরেক্টর জেনারেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইনটেলিজেন্স।


কর ফাঁকি দেওয়ার অভিযোগে বাজাজ ফিন্যান্স লিমিটেডকে নোটিস ধরাল ডিরেক্টর জেনারেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইনটেলিজেন্স। সূত্রের খবর, ৩৪১ কোটি টাকা পণ্য ও পরিষেবা জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কোম্পানিকে জরিমানা বাবদ দিতে হবে ৮৫০ কোটি টাকা। সার্ভিস চার্জকে সুদ বলে উল্লেখ করেছে এই আর্থিক সংস্থা। নিয়ম অনুযায়ী, সার্ভিস চার্জের উপর কর ধার্য করা হয়। তবে সুদের উপর নেই কোনও ট্যাক্স। আর এভাবেই কর ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File