Ahmedabad Plane Crash | আহমেদাবাদ প্লেন দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার ৩ কর্মকর্তাকে বহিস্কার DGCA-র

আহমেদাবাদ প্লেন ভেঙে পড়ার ঘটনায় তিন সিনিয়র আধিকারিককে ক্রু শিডিউলিং থেকে সরানোর নির্দেশ দিল ডিজিসিএ।
গত ১২ই জুন আহমেদাবাদ থেকে ২৪২ জন যাত্রী নিয়ে লোকালয়ে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। এবার প্লেন দুর্ঘটনায় বড়ো পদক্ষেপ নিলো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)। এয়ার ইন্ডিয়ার তিন সিনিয়র কর্মকর্তাকে ক্রু শিডিউলিং থেকে অপসারণের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। এই কর্মকর্তারা হলেন ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চুরহ সিং, চিফ ম্যানেজার (অপারেশন্স ডিরেক্টরেট, ক্রু শিডিউলিং) পিঙ্কি মিত্তল এবং ক্রু শিডিউলিং প্ল্যানিংয়ের পায়েল অরোরা। ১০ দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার নির্দেশ দিয়েছে DGCA।