Airport Rule | গুপ্তচর বৃত্তি গোচরে আসতেই কড়া ডিজিসিএ, বিমানে উঠলেই মানতে হবে নয়া নিয়ম !

নিরাপত্তার স্বার্থে সমস্ত বেসরকারি বিমান সংস্থাকে নির্দেশ দিল দেশের অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন।
অপারেশন সিঁদুরের পর সারা দেশজুড়ে একের পর এক পাক গুপ্তচর গ্রেফতার হচ্ছে। ইউটিউবার জ্যোতিরানি মালহোত্রা সহ গ্রেফতার হয়েছেন আরো অনেকে। এবার দেশের সুরক্ষার খাতিরে সমস্ত বেসরকারি বিমান সংস্থাকে নির্দেশ দিল দেশের অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। এবার থেকে সীমান্তবর্তী এলাকার কাছাকাছি সেনার বিমানঘাঁটি থেকে দশ হাজার কিলোমিটার উপরে না ওঠা অবধি বিমানের সব জানলা বন্ধ রাখতে হবে। তবে ছাড় পাওয়া যাবে ইমার্জেন্সি উইন্ডোর ক্ষেত্রে।