IndiGo Flight Chaos | ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে শোকজ DGCA-র, ২৪ ঘণ্টার মধ্যেই দিতে হবে ব্যাখ্যা

Sunday, December 7 2025, 6:13 am
highlightKey Highlights

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)র তরফে এবার শোকজ করা হল ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে।


গত ছয় দিন ধরে গোটা দেশ জুড়ে ইন্ডিগোর পরিষেবা বেসামাল। ১২ থেকে ২৪ ঘণ্টাও বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ইতিমধ্যেই বিমান সংস্থার বিরুদ্ধে উচ্চপদস্থ তদন্তে নেমেছে কেন্দ্র। সূত্রের খবর, ইন্ডিগোকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রক। ইতিমধ্যেই ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের তরফে এবার ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে শোকজ করা হল। নোটিস পাঠিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাখ্যা চেয়েছে DGCA। ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File