Devendra Fadnavis | মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশের নাম ঘোষণা! উপমুখ্যমন্ত্রী পদ পেয়ে ক্ষুব্ধ একনাথ শিন্ডে?
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশের নাম ঘোষণা করলেন সুধীর মুঙ্গান্তিওয়ার।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশের নাম ঘোষণা করলেন সুধীর মুঙ্গান্তিওয়ার। সুধীর মুঙ্গান্তিওয়ারের বক্তব্য, ‘একনাথ শিন্ডেকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। তিনিও সরকারের অংশ হবেন।’ সূত্রের খবর, একনাথ শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী পদে বসাতে চাইছে বিজেপি। আগামী ৫ ডিসেম্বর মুম্বইয়ের আজ়াদ ময়দানে বিকেল ৫টা নাগাদ দেবেন্দ্র ফড়নবীশই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে খবর। তবে পোর্টফোলিও নির্ধারণ করতে সোমবারই গুরুত্বপূর্ণ বৈঠকে অসুস্থতার 'অজুহাত' দিয়ে অনুপস্থিত একনাথ শিন্ডে। মঙ্গলবার সেই বৈঠক হতে পারে বলে খবর।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র সরকার
- বিজেপি সাংসদ
- বিজেপি
- ভারত
- দেশ