JEE | সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে শীর্ষস্থানে কাটোয়ার দেবদত্তা! পশ্চিমবঙ্গ থেকে টপার আরও ১
Saturday, April 19 2025, 2:27 pm

২০২৫ সালে তিনি বসেছিলেন সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়। শুক্রবার সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেখানেও প্রথম স্থান দখল করেছেন দেবদত্তা।
ভারতে ১৪.৭৫ লক্ষ পড়ুয়া বসেছিলেন সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়। তাদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হয়েছে। তাতেই ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়েছেন কাটোয়ার এই কৃতী ছাত্রী। প্রসঙ্গত, গোটা দেশের ২৪ জন টপারের মধ্যে ২২ জনই ছাত্র, মাত্র ২ জন ছাত্রী। তাদের মধ্যে একজন হলেন পশ্চিমবঙ্গের দেবদত্তা অপরজন অন্ধ্রপ্রদেশের ছাত্রী মানোগনা গুথিকোন্ডা। উল্লেখ্য, ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায়ও রাজ্যে প্রথম হয়েছিলেন দেবদত্তা।
- Related topics -
- দেশ
- রাজ্য
- শিক্ষাগত যোগ্যতা
- শিক্ষাদফতর
- শিক্ষা ব্যবস্থা
- জয়েন্ট এন্ট্রান্স বোর্ড
- জয়েন্ট এন্ট্রান্স
- জয়েন্ট এন্ট্রান্স
- কাটোয়া
- পূর্ব বর্ধমান