আন্তর্জাতিক

Iraq | ইরাকের শপিং মলে বিদ্ধংসী অগ্নিকান্ড! ঝলসে মৃত্যু অন্তত ৬০ জনের!

Iraq | ইরাকের শপিং মলে বিদ্ধংসী অগ্নিকান্ড! ঝলসে মৃত্যু অন্তত ৬০ জনের!
Key Highlights

ইরাকের মলে ভয়াবহ অগ্নিকান্ড! আগুনে ঝলসে মৃত্যু অন্তত ৬০ জনের!

ইরাকের মলে ভয়াবহ অগ্নিকান্ড! আগুনে ঝলসে মৃত্যু অন্তত ৬০ জনের! বুধবার সন্ধ্যায় পূর্ব ইরাকের আল কুট শহরের একটি শপিং মলের পাঁচতলায় আগুন লেগে যায়। এরপর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পরে সেই আগুন। ইতিমধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে,, পাঁচতলা একটি ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ওই শপিং মল এবং মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের।