Narkeldanga Fire | নারকেলডাঙ্গায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ৪০টি ঝুপড়ি! ঘুমন্ত অবস্থায় মৃত্যু ১ জনের
Sunday, February 9 2025, 7:38 am
![highlight](/img/target.png)
শনিবার রাত ১০টা নাগাদ হঠাৎ আগুন লাগে খালপাড়ের ধারে নারকেলডাঙার ওই বস্তিতে।
ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড! আগুনে পুড়ে মৃত্যু এক জনের! শনিবার রাত ১০টা নাগাদ হঠাৎ আগুন লাগে খালপাড়ের ধারে নারকেলডাঙার ওই বস্তিতে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। কিছুক্ষণের মধ্যেই ৩০টির বেশি ঝুপড়িতে ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৬ টি ইঞ্জিন। রাতভর পর্যন্ত চেষ্টা চালিয়ে শেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের গ্রাসে ভস্মীভূত অন্তত ৪০টি ঝুপড়ি। ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
- Related topics -
- শহর কলকাতা
- নারকেলডাঙা
- অগ্নিকান্ড
- দমকল
- মৃত্যু