Howrah fire | বিধ্বংসী আগুনে জ্বলছে আমতার প্লাস্টিক কারখানা, সকালেও নেভেনি আগুন

Wednesday, February 19 2025, 4:47 am
Howrah fire | বিধ্বংসী আগুনে জ্বলছে আমতার প্লাস্টিক কারখানা, সকালেও নেভেনি আগুন
highlightKey Highlights

আমতার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। মঙ্গলবার গভীর রাতে দাউদাউ করে জ্বলে ওঠে কারখানার একটা অংশ।


মঙ্গলবার গভীর রাতে আমতার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগে। সূত্রের খবর, গতকাল রাত ১২টায় কারখানার ভিতরে থাকা কয়েকজন শ্রমিক প্রথমে আগুন দেখতে পায়। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয় যদিও ততক্ষনে আগুন ছড়িয়ে পড়েছে চারিদিকে। সারারাত ধরে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যায় আমতা থেকে বাগনান এবং উদয়নারায়ণপুরের যান চলাচল। শেষ পাওয়া খবর অনুযায়ী, আজ সকালেও সেখানে ধিকিধিকি আগুন জ্বলছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File