রাজ্য

Howrah Factory Fire | আলমপুরের কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ড! আগুনে পুড়ে মৃত্যু শ্রমিকের! ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন!

Howrah Factory Fire | আলমপুরের কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ড! আগুনে পুড়ে মৃত্যু শ্রমিকের! ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন!
Key Highlights

হাওড়ার আলমপুরের থার্মোকল কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ড! দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের!

হাওড়ার আলমপুরের থার্মোকল কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ড! দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের! পুলিশ ও দমকল সূত্রে খবর, আলমপুর মোড়ের কাছে ওই থার্মোকলের কারখানায় দুপুর তিনটের পর আগুন দেখতে পাওয়া যায়। ক্রমে লেলিহান শিখা ভয়াবহ আকার নেয় এবং দ্রুত আগুন ছড়িয়ে পরে। খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন। বিকেল সাড়ে পাঁচটার পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তখনও বিভিন্ন জায়গায় পকেট ফায়ার দেখতে পাওয়া যায়। তবে কারখানার ভেতরেই আগুনে পুড়ে মৃত্যু হয় এক শ্রমিকের।