Howrah | হাওড়ার জুটমিল কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ড! ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন!
Friday, March 28 2025, 1:39 pm

হাওড়ায় বিধ্বংসী অগ্নিকান্ড! শুক্রবার হাওড়ার লিলুয়ার একসরা এলাকায় এক জুটমিল কারখানার একাংশ দাউদাউ করে জ্বলে ওঠে।
হাওড়ায় বিধ্বংসী অগ্নিকান্ড! শুক্রবার হাওড়ার লিলুয়ার একসরা এলাকায় এক জুটমিল কারখানার একাংশ দাউদাউ করে জ্বলে ওঠে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬ টি ইঞ্জিন। জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই এদিনও কাজ চলছিল। কিন্তু দুপুরে হঠাৎই আচমকা কারখানার আশপাশের এলাকার বাসিন্দারা ধোঁয়া দেখতে পান। এরপরই তাঁত ঘরে নজরে পড়ে লেলিহান শিখা। পাটকল হওয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় সূত্রে খবর, দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই পুড়ে ছাই হয়ে যায় একাংশ। তবে কী থেকে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাওড়া জেলা
- অগ্নিকান্ড
- দমকল