Machuabazar Fire | প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েও হলো না শেষ রক্ষা! মেছুয়া বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকান্ডে মৃত ১!

Tuesday, April 29 2025, 4:28 pm
highlightKey Highlights

উত্তর কলকাতার মেছুয়া বাজারের এক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড! প্রাণ বাঁচাতে হোটেলের জানলা দিয়েই ঝাঁপ দিলেন এক কর্মী!


উত্তর কলকাতার মেছুয়া বাজারের এক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড! প্রাণ বাঁচাতে হোটেলের জানলা দিয়েই ঝাঁপ দিলেন এক কর্মী! ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সূত্রে খবর, মঙ্গলবার মেছুয়ার ফলবাজারে অবস্থিত সংশ্লিষ্ট ওই হোটেলে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়েছে হোটের ছ’তলার বিভিন্ন ফ্লোরে। এদিকে আগুনের তেজ বাড়তেই আতঙ্কে উপর থেকে ঝাঁপ দেন হোটেলেরই এক কর্মী। জানা গিয়েছে, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সূত্রে খবর, ওই হোটেলের ছাদের উপরে আটকে রয়েছেন অনেকজন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File