Chinese Holi Colour | চোরাপথে চিনের সস্তা-ক্ষতিকর আবির পাচার বাংলায়? দোলের আগে শুরু তল্লাশি অভিযান!

Thursday, March 13 2025, 7:00 am
highlightKey Highlights

অভিযোগ, এই সস্তার আবির ক্ষতিকরও বটে। লাল, গোলাপি ও নীল আবির তৈরি হয় সিন্থেটিক রং মিশিয়ে। এ ছাড়াও আবিরের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় ট‌্যালকম পাউডার, সীসা ও পারদের মতো রাসায়নিকও।


দোলের আগেই বাজারে চিনা আবির  তল্লাশি করতে তৎপর গোয়েন্দারা। সূত্রের খবর, ভারতের কয়েকটি ব‌্যবসায়িক সংস্থা চিন থেকে রং বা আবির আমদানি করে। এক্ষেত্রে যেমন ভালো মানের চিনা রং ও আবির আমদানি করা হয়, তেমনই চোরাপথে আমদানি করা হয় সস্তার আবিরও। কয়েকজন ব‌্যবসায়ী এই সস্তার চিনা আবির মজুত করেন কলকাতার গোডাউনগুলিতে। অভিযোগ, এই সস্তার আবির ক্ষতিকরও বটে। লাল, গোলাপি ও নীল আবির তৈরি হয় সিন্থেটিক রং মিশিয়ে। এ ছাড়াও আবিরের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় ট‌্যালকম পাউডার, সীসা ও পারদের মতো রাসায়নিকও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File