Deshpriyo Park’s Puja | পুজোয় নয়া চমক, শাঁখ বাজিয়ে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ড'-এ নাম তুলল দেশপ্রিয় পার্ক!
Sunday, September 28 2025, 4:39 pm
Key Highlightsএবার এই ক্লাবের সামনে শাঁখ বাজিয়ে রেকর্ড গড়েছেন ৬৭০ জন মহিলা।
শুভ শক্তির আবাহন করতে দেশপ্রিয় পার্ক পূজা মণ্ডপের সামনে শাঁখ বাজিয়ে রেকর্ড গড়লেন ৬৭০ জন মহিলা। দেশপ্রিয় পার্কের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত কেয়া শেঠও। তিনি বলছেন, “শাঁখ আমরা সবাই বাজাই। এটা বাঙালির একটা ঐতিহ্য। সেটা থেকেই এই আইডিয়া আসে। ভেবেছিলাম যদি রেকর্ড তৈরি করা যায়। তারপরই এর নাম দিই বাজাব শঙ্খ, করব রেকর্ড। আমরা দুটো রেকর্ডে নাম তুলতে পেরেছি। এশিয়া বুক অফ রেকর্ড, আর একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড একসঙ্গে গড়েছি।”

