Howrah-Mumbai Train Derailed | লাইনচ্যুত হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি এক্সপ্রেস! বেলাইন ১৮টি কামরা
Tuesday, July 30 2024, 5:15 am

হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি ট্রেনটির ১৮টি কামরা বেলাইন হয়েছে, তার মধ্যে ১৬টিই যাত্রীবাহী কামরা।
ফের রেল দুর্ঘটনা হাওড়া থেকে ট্রেনটি মুম্বইয়ের দিকে যাচ্ছিল, তার মিনিট কয়েক আগে পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। চারটি বগি লাইন থেকে ছিটকে যায়। চারটি বগির মধ্যে একটি আবার হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের লাইনের উপর গিয়ে পড়ে। তাতেই মঙ্গলবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া-সিএসএমটি মেল। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ১৮টি কামরা বেলাইন হয়েছে, তার মধ্যে ১৬টিই যাত্রীবাহী কামরা।
- Related topics -
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- ট্রেন লাইনচ্যুত
- ট্রেন
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।