Dibrugarh Express Accident । লাইনচ্যুত চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেস! উল্টে গেল ট্রেনটির ১০ থেকে ১২টি কামরা
Thursday, July 18 2024, 10:41 am
Key Highlightsফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেস! জানা গিয়েছে দুরপাল্লার ট্রেনটির ১০ থেকে ১২টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে।
ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেস! জানা গিয়েছে দুরপাল্লার ট্রেনটির ১০ থেকে ১২টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। আহত হয়েছেন বহু যাত্রী। বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিব্রুগড়গামী দুর্ঘটনাগ্রস্ত এই এক্সপ্রেস ট্রেনটির বাতানুকুল কামরাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের আর্তনাদ শোনা গিয়েছে ঘটনাস্থল থেকে। উত্তরপ্রদেশের গোন্ডায় এক্সপ্রেস ট্রেনটির ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়। এর মধ্যে ৩টি কামরা সম্পূর্ণভাবে উলটে যায়।
- Related topics -
- দেশ
- ভারত
- ট্রেন
- ভারতীয় রেল
- ট্রেন দুর্ঘটনা

