কারাবাসীদের পুজোর ছুটি! করোনায় ‘ছুটি’ লম্বা করতে চায় রাজ্য কারা বিভাগ
Thursday, September 9 2021, 12:02 pm
Key Highlightsবর্তমান করোনা পরিস্থিতির কারণে গত মে মাসে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার শপথ নেওয়ার পরেই রাজ্যের সংশোধনাগারগুলিতে বন্দিদের ভিড় কমাতে কয়েদিদের বড় অংশকে বাড়িতে পাঠানো হয়েছিল। কিন্তু রাজ্য কারা দফতর চাইছে পুজোর দিনগুলোতেও সেই কয়েদিরা বাড়িতেই থাকুক। রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এই কথা স্বীকার করে জানিয়েছেন, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত না হলেও, কারাবাস কর্তৃপক্ষও চায় সকলে পুজোর সময়টাও বাড়ির লোকেদের সঙ্গে থাকুক এবং পরিবারের বাকিদের সুস্থ রাখুক।
- Related topics -
- রাজ্য
- রাজ্য সরকার
- জেল
- করোনা পরিস্থিতি

