Kolkata Dengue Infection | মহানগরীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একাধিক এলাকা ‘হটস্পট জোন’ ঘোষণা পুরসভার

Tuesday, August 19 2025, 3:54 am
highlightKey Highlights

ঘনবসতি পূর্ণ এই শহরে কোথাও বাড়তি জল জমে বিপদ ডেকে আনা হচ্ছে কিনা সেই নিয়েই সমীক্ষা চলছে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র।


কলকাতা শহরে ডেঙ্গুর প্রকোপ বাড়তেই টনক নড়লো পুরসভার। সোমবার শহরের ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদের সদস্য অতীন ঘোষ বলছেন, ইতিমধ্যেই যে ওয়ার্ডগুলি ডেঙ্গি সংক্রমণের দিক থেকে বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেগুলিকে চিহ্নিত করে হটস্পট জোন ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড নম্বর ৬৬, ৬৭, ৬৯, ৭০, ৭৭, ৯৩ এবং ১০৮এর বেশ কিছু এলাকা সেই ‘হটস্পট জোনের’ মধ্যে পড়ছে। এবছর ৭ অগস্ট পর্যন্ত রাজ্যে ৩২২০ জনের ডেঙ্গি রিপোর্ট পজ়িটিভ এসেছে। গত আড়াই মাসে ডেঙ্গি পজিটিভ হয়েছেন অন্তত ২২০০ জন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File