Karnataka Dengue | কর্নাটকে ডেঙ্গুকে মহামারী বলে ঘোষণা! স্বাস্থ্যবিধি না মানলে হবে জরিমানা
ডেঙ্গুকে মহামারী বলে ঘোষণা করল কর্নাটক সরকার! কর্নাটক মহামারি আইন, ২০২০ আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
ডেঙ্গুকে মহামারী বলে ঘোষণা করল কর্নাটক সরকার! কর্নাটক মহামারি আইন, ২০২০ আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। কর্নাটক সরকার ইতিমধ্যে বিবৃতি জারি করে বসতবাড়ি, দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সবখানেই নির্দিষ্ট স্বাস্থবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। স্বাস্থবিধি না মানলে জরিমানা হতে পরে বলেও জানানো হয়েছে। সরকারি হিসাবে চলতি বছরে কর্নাটকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫০০ ছাপিয়ে গিয়েছে। তবে এখনই ডেঙ্গি আক্রন্ত হয়ে মৃতের সংখ্যা উদ্বেগের পর্যায় পৌঁছায়নি। তবে কোনোভাবেই ঝুঁকি নিতে নারাজ কর্নাটকের সরকার।