Saif Ali Khan | দাবি '১ কোটি', সইফ বাঁধা দিতেই এলোপাথাড়ি ছুরির কোপ বসালো দুষ্কৃতী
Friday, January 17 2025, 4:01 am
Key Highlights
পুলিশের কাছে ঘটনাপ্রসঙ্গে গতরাতের ঘটনার জবানবন্দী দিয়েছেন তাঁর পরিচারিকা। ১ কোটি টাকা লুট করতেই বাড়িতে ঢুকেছিলো, জানায় দুষ্কৃতী।
নিজের বাড়িতেই ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছেন বলি তারকা সাইফ আলী খান। ইতিমধ্যেই সিসিটিভি থেকে পাওয়া ছবি নিয়ে তল্লাশি শুরু করেছে বান্দ্রার পুলিশ। এদিন করিনার পরিচারিকাকে জেরা করে উঠে এলো নতুন তথ্য। পরিচারিকার মতে, সেদিন ঘরের মধ্যে একটি অচেনা লোককে ঢুকতে দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। অন্য একটি পরিচারিকাকে দুষ্কৃতী ধারাল অস্ত্র নিয়ে হামলা করলে সে কি চায় তা জানতে চায় পরিচারিকা। প্রশ্নের উত্তরে দুষ্কৃতী সাফ জানায়, ‘এক কোটি টাকা।‘
- Related topics -
- বিনোদন
- সাইফ আলি খান
- সাইফ আলী খান
- দুষ্কৃতী হামলা
- আহত
- সিনেমাা