রাজ্যএ.এফ.পি. হিসেবে নয়, বিপদ এড়াতে এবার প্রশিক্ষিত স্থায়ী শূন্য পদে নিয়োগের দাবি দমকলের
গত ৮ই মার্চ স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট রেল ভবনের ১৪ তলায় আগুন লেগেছিল। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে মৃত্যু ঘটেছে চার দমকলকর্মীর। দমকলের কর্মীদেরই একাংশ এব্যাপারে জানিয়েছেন, দমকলে স্থায়ী কর্মীর তুলনায় অগজ়িলিয়ারি ফায়ার পার্সোনেল(এএফপি)-দের নিয়োগ হয় বেশি। ফলে তাদের ৬ মাসের পরিবর্তে মাত্র ১ মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। এমন দুর্ঘটনা যেন আর না হয়, তাই এবার সম্পূর্ণ প্রশিক্ষিত এবং স্থায়ী শূন্য পদে নিয়োগের দাবি জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।