Earthquake | সাতসকালে ভূকম্পে কেঁপে উঠলো রাজধানী! আফটার শকে কাঁপলো বিহারও!

Monday, February 17 2025, 5:11 am
highlightKey Highlights

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূ পৃষ্ঠের ১০ কিমি গভীরে ভূমিকম্পের উৎসস্থল।


সপ্তাহ শুরুতে সাতসকালে ভূকম্পে কেঁপে উঠলো রাজধানী। প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে বিহারও। সোমবারের সকালে ৮টা ০২ মিনিটে কম্পন অনুভূত হয় বিহারের সিওয়ানে। বিহারের এই ভূমিকম্প দিল্লির কম্পনের আফটার শক বলে অনুমান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূ পৃষ্ঠের ১০ কিমি গভীরে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০। দিল্লিতে ভূমিকম্পের আড়াই ঘণ্টার মধ্যেই বিহারেও কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না মিললেও আতঙ্কিত হয়ে পড়েন দিল্লি ও বিহারের বাসিন্দারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File