DCvsGT | আজ আইপিএলে ডাবল হেডার, দিল্লি বনাম গুজরাট লড়বে প্লে অফের জন্যে!
Sunday, May 18 2025, 4:16 am

আজ ভরসন্ধ্যায় দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ। একনজরে দুদলের সম্ভাব্য দ্বাদশ।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দ্বাদশ: ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, করুণ নায়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, কুলদীপ যাদব, দুষ্মন্ত চামিরা, মোহিত শর্মা/মুকেশ কুমার, নটরাজন। গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা/জেরাল্ড কোৎজে, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, আর্শাদ খান, সাই কিশোর।
- Related topics -
- খেলাধুলা
- ipl
- আইপিএল
- আইপিএল বাতিল
- আইপিএল ফাইনাল
- আইপিএল ২০২৫
- দিল্লী ক্যাপিটালস্
- গুজরাট টাইটান্স
- ক্রিকেট
- ক্রিকেটার