দেশ

Indigo Flight | টেক অফের পরেই ঝাঁকুনি! দিল্লিতে জরুরি অবতরণ করলো ১৮২ যাত্রীবাহী ইন্ডিগোর বিমান!

Indigo Flight | টেক অফের পরেই ঝাঁকুনি! দিল্লিতে জরুরি অবতরণ করলো ১৮২ যাত্রীবাহী ইন্ডিগোর বিমান!
Key Highlights

যান্ত্রিক ত্রুটির জেরে ১৮২ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ করলো ইন্ডিগোর বিমান।

ফের বিমান বিভ্রাট! যান্ত্রিক ত্রুটির জেরে ১৮২ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ করলো ইন্ডিগোর বিমান। বৃহস্পতিবার সকালে বিমানটি দিল্লি থেকে লে এর উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু টেক অফের পরই মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আচমকাই শুরু হয় ঝাঁকুনি। এরপরই পাইলট বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। সকল যাত্রী এবং ক্রুকে নিয়ে নিরাপদে দিল্লিতে অবতরণ করে বিমানটি। সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। যদিও ইন্ডিগোর তরফ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি।