দিল্লি ঘন কুয়াশার চাদরে ঢেকেছে, বাতিল করা হয়েছে ট্রেন সহ একাধিক রুটের বিমান
Saturday, January 16 2021, 7:56 am
Key Highlightsঘন কুয়াশার জেরে রাজধানীতে বাতিল একাধিক ট্রেন। কুয়াশার প্রভাব পড়েছে বিমান পরিষেবার উপরও। একধিক রুটের বিমান উড়ছে দেরিতে। বাতিল হয়েছে কোনও কোনও রুটের বিমান। আবহাওয়া দফতর জানিয়েছে, দৃশ্যমানতা শূন্য। দিল্লির পাশাপাশি কুয়াশা ঢেকেছে লক্ষ্ণৌ, অমৃতসরে। আগামীকালও কুয়াশাচ্ছন্ন থাকবে। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। গতকাল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় ০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
- Related topics -
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- কুয়াশাচ্ছন্ন
- বিমান বাতিল

