Tahawwur Rana | ভারতে ফিরতেই ১৮ দিনের NIA কাস্টডিতে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানা !

Friday, April 11 2025, 2:53 am
highlightKey Highlights

২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাউর হোসেন রানাকে ১৮ দিনের NIA কাস্টডিতে পাঠাল বিশেষ আদালত।


বৃহস্পতিবার মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যার্পণ করা হয়েছে। এদিন সন্ধে ০৬:৩০টা নাগাদ পালাম টেকনিক্যাল এয়ারপোর্টেই তাকে গ্রেপ্তার করেছে এনআইএ। দিল্লির পাতিয়ালা হাউস আদালতে বিশেষ এনআইএ বিচারকের সামনে হাজিরাও দিয়েছে রানা। উল্লেখ্য, আদালতের কাছে রানাকে ২০ দিনের কাস্টডির আবেদন জানিয়েছিল NIA। তাকে ১৮ দিনের কাস্টডিতে পাঠাল দিল্লির পাতিয়ালা হাউসের বিশেষ আদালত। রানার বিরুদ্ধে মামলায় NIAর প্রসিকিউশন দলের নেতৃত্ব দেবেন সিনিয়র আইনজীবী দয়ান কৃষ্ণান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File