Delhi Election 2025 | দিল্লির মসনদে এবার মহিলারাজ ? কি ভাবছে পদ্মশিবির ?

Monday, February 10 2025, 3:03 pm
highlightKey Highlights

২৭ বছর আগে বিজেপির একজন দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন, তিনিও ছিলেন মহিলা, সুষমা স্বরাজ। দিল্লির মুখ্যমন্ত্রিত্বে মহিলা মুখেই ভরসা বিজেপির?


দিল্লির মসনদে এবার বসতে পারেন কোনো মহিলা বিজেতা বিধায়ক। ২৭বছর পর দিল্লির ক্ষমতা হাতের মুঠোয় করেছে পদ্মশিবির। আপের ১ জন এবং বিজেপির ৪ জন মিলিয়ে, দিল্লিতে মহিলা প্রতিনিধি মাত্র ৫ জন। পদ্মশিবিরের ৪ জনই জিতেছেন। এরা হলেন শিখা রায়, রেখা গুপ্তা, পুনম শর্মা, নীলম পহেলওয়ান। এদের ৪ জনের মধ্যে যেকোনোজন হতে পারেন দিল্লির আসন্ন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফর থেকে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে গেরুয়াশিবির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File