Delhi | SIR-র প্রতিবাদে ধুন্ধুমার দিল্লি! ব্যারিকেড টপকালেন মহুয়া, রাস্তাতেই বসে গেলেন প্রিয়ঙ্কা-ডিম্পলরা!

Monday, August 11 2025, 7:02 am
highlightKey Highlights

সপ্তাহের প্রথমদিন, দিল্লির রাস্তায় প্রতিবাদে নামলো বিরোধী দলগুলির ঐক্য।


SIR এর বিরুদ্ধে প্রতিবাদে ধুন্ধুমার রাজধানী! সপ্তাহের প্রথমদিন, দিল্লির রাস্তায় প্রতিবাদে নামলো বিরোধী দলগুলির ঐক্য। নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে বিরোধী দলনেতাদের সঙ্গে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে। এদিকে ব্যারিকেডের উপরে উঠে পড়তে দেখা যায় মহুয়া মৈত্রকে। ব্যারিকেড টপকান অখিলেশ যাদবও। পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন বিরোধী সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী থেকে ডিম্পল যাদব, একাধিক মহিলা সাংসদরা। উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী, ডেরেক ও’ব্রায়েনরাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File