দেশ

শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহ রদ করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহ রদ করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট
Key Highlights

দেশের একাধিক রাজ্য যেমন মহারাষ্ট্র, গুজরাত, উত্তরপ্রদেশ, দিল্লি, ইত্যাদি রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে মিলছেনা অক্সিজেন, ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। এই মর্মে দিল্লি হাই কোর্টের বিচারপতি বিপিন সাংঘি এবং বিচারপতি রেখা পল্লির বেঞ্চ মঙ্গলবার কেন্দ্রীয় সরকারকে হলফনামা জমা দিয়েছে। দেশের ভয়াবহ পরিস্থিতিতে যাতে চিকিৎসায় অক্সিজেনের জোগান যাতে অপ্রতুল না হয় সেজন্য জরুরি ভিত্তিতে কলকারখানা-সহ সমস্ত শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহ বন্ধ করার কথা উল্লিখিত হলফনামায় বলা হয়েছে।