Rekha Gupta | এবার দিল্লির দরবার নয়, জনগণের ‘দুয়ারে মুখ্যমন্ত্রী’! আক্রান্ত হয়েই ঘোষণা রেখা গুপ্তার

সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়েছেন, এ বার থেকে দিল্লিতে ‘দুয়ারে মুখ্যমন্ত্রী’। প্রতিটি বিধানসভা এলাকায় গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন তিনি।
বুধবার, দিল্লির সিভিল লাইনসে, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারি বাসভবনে চলছিল ‘জন শুনানি’। নিয়মমতো সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অভিযোগ, হঠাৎই রাজেশ সাকরিয়া নামে এক গুজরাটি যুবক তাঁর উপরে হামলা চালায়। তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে রেখা গুপ্তা জানান, এবার থেকে প্রতিটি বিধানসভায় এই ‘জন শুনানি’ কর্মসূচি কার্যকর করা হবে। নিজের ওয়ালে লেখেন, ‘বুধবার আরও একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তবে দিল্লিবাসীর স্বার্থের জন্য তা আমার লড়াই থামাতে পারবে না।’
- Related topics -
- দেশ
- দিল্লী
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার
- মুখ্যমন্ত্রী
- দুয়ারে সরকার