রাজনৈতিক

Arvind Kejriwal । আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

Arvind Kejriwal । আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
Key Highlights

আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর কেজরিওয়াল জেল থেকে মুক্তি পেয়েছেন।

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার কেজরিওয়ালের জামিনের আর্জি মঞ্জুর করেছেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ।তবে সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের জামিনের তীব্র বিরোধিতা করে সিবিআই। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে বলেন, কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী। ফলে তাঁর দেশ ছাড়ার কোনও সম্ভাবনা নেই। ইডির পর সিবিআই এরও দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার ঘটনাকে তিনি 'ইনস্যুওরেন্স অ্যারেস্ট' বলে উল্লেখ করেন।