Delhi Blast | দিল্লি বিস্ফোরণের হোতাদের টাকা জোগাচ্ছিল পাকিস্তান? তদন্তে উঠে আসছে জইশ যোগ
Sunday, November 16 2025, 2:07 pm
Key Highlightsরবিবার একটি সূত্র দাবি করেছে, হাওয়ালার মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা পাঠানো হয়েছিল জইশ-ই-মহম্মদের তরফে।
দিল্লি বিস্ফোরণের চক্রী তিন আততায়ী চিকিৎসক উমর, মুজম্মিল ও শাহিনের মধ্যে টাকা আদানপ্রদানে জইশ যোগের ইঙ্গিত পাওয়া গিয়েছে। এনআইএ এর তদন্ত সূত্রের দাবি, ধৃত তিন চিকিৎসকের ২০ লক্ষের ‘মানি ট্রায়াল’ আসলে সীমান্তের ওপার থেকে হাওয়ালার মাধ্যমে চলছিল। তদন্তকারীদের অনুমান, হাওয়ালার মাধ্যমে আসা ২০ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ টাকা ব্যবহার করা হয় ২৬ কুইন্টাল এনপিকে সার কিনতে। যে হ্যান্ডেলার টাকা পাঠাত তাঁর খোঁজে নেমেছে তদন্তকারীরা। অনুমান, টাকা পাঠানো হয়েছিল জইশ-ই-মহম্মদের তরফে।

