LSG vs DC | প্রায় জেতা ম্যাচ পন্থের থেকে ‘হাত ফসকে’ চলে গেল দিল্লির কাছে! জয় দিয়ে IPL অভিযান শুরু ক্যাপিটালসের!

৯ উইকেটে ২১১ রান তুলে জয় হাসিল দিল্লির! আইপিএলে এদিন মুখোমুখি হয়েছিল লখনউ ও দিল্লি ক্যাপিটালস।
৯ উইকেটে ২১১ রান তুলে জয় হাসিল দিল্লির! আইপিএলে এদিন মুখোমুখি হয়েছিল লখনউ ও দিল্লি ক্যাপিটালস। এদিন প্রায় জেতা ম্যাচ আক্ষরিক অর্থেই ঋষভ পন্থের ‘হাত ফসকে’ চলে গেল দিল্লি শিবিরে। শেষ বেলায় আশুতোষ শর্মার চওড়া ব্যাটে জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস। ৮ উইকেটে ২০৯ রান তোলে লখনউ সুপার জয়ান্টস। সেখানে মার্শ তোলেন ৭২ রান, আর পুরান তোলেন ৭৫। এদিকে দিল্লির হয়ে আশুতোষ তোলেন ৬৬ রান।