CSK vs DC | দুর্দান্ত জয় পেল দিল্লি ক্যাপিটালস, ঘরের মাঠে হারের হ্যাটট্রিক ধোনির চেন্নাইয়ের!

হারের হ্যাটট্রিক করল ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে দিল্লির কাছে হেরেছে ইয়েলোব্রিগেড।
আইপিএলের প্রথম ম্যাচ জিতলেও আর কোনো ম্যাচে শিঁকে ছেড়েনি চেন্নাইয়ের। ঘরের মাঠে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালসের কাছে ফের হারলো ইয়েলোব্রিগেড। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ওপেনার হিসেবে নেমে ৫১ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন কে এল রাহুল। অধিনায়ক অক্ষর প্যাটেল করেন ২১। সবমিলিয়ে দিল্লি করে ১৮৩ রান। পাল্টা ব্যাট করতে নেমে ৭৪ রানেই ৫ উইকেট খোয়ায় চেন্নাই। ধোনি ৩০ রানে অপরাজিত থাকলেও চেন্নাই থেমে যায় ১৫৮তেই।