দেশ

Delhi Blast | ২ বছর ধরে তৈরী হয় বিস্ফোরণের 'ব্লু প্রিন্ট'! টাকা নিয়ে হচ্ছিল ঝামেলা! জেরায় দাবি ধৃত চিকিৎসকের

Delhi Blast | ২ বছর ধরে তৈরী হয় বিস্ফোরণের 'ব্লু প্রিন্ট'! টাকা নিয়ে হচ্ছিল ঝামেলা! জেরায় দাবি ধৃত চিকিৎসকের
Key Highlights

গোটা দেশে আতঙ্ক ছড়াতে বিভিন্ন শহরে সিরিয়াল ব্লাস্ট করানোর পরিকল্পনা নিয়েছিলেন ধৃতরা।

দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত চিকিৎসক মুজাম্মিল শাকিল গনাইকে জেরা করে চোখ কপালে উঠেছে NIA-এর গোয়েন্দাদের। মুজাম্মিল জানিয়েছে, দু’বছর আগে অর্থাৎ ২০২৩ সাল থেকে বিস্ফোরক জোগাড়, আত্মঘাতী হামলা কারা করবে ইত্যাদি পরিকল্পনা করেছিল জঙ্গি চিকিৎসকেরা। গোটা দেশের বিভিন্ন শহরে সিরিয়াল ব্লাস্ট করানোর পরিকল্পনা নিয়েছিলেন ধৃতরা। বিস্ফোরক এবং অন্য সামগ্রী কেনার জন্য ধৃতরা নিজেরদের পকেট থেকেই ২৬ লক্ষ টাকা দিয়েছিল। টাকা নিয়ে উমর আর মুজাম্মিলের মধ্যে একবার ঝগড়াও হয়, জেরায় জানিয়েছে ধৃত মুজাম্মিল।