Delhi Blast | দিল্লিতে বিস্ফোরণের আগে জম্মু-কাশ্মীরের জঙ্গলে বোমা পরীক্ষা! জেহাদি ডাক্তারের ষড়যন্ত্র ফাঁসে চলছে তল্লাশি!
Tuesday, December 9 2025, 10:16 am
Key Highlightsদিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের জঙ্গলে বোমা পরীক্ষা করেছিলেন অভিযুক্ত চিকিৎসক উমর মহম্মদ।
দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের জঙ্গলে বোমা পরীক্ষা করেছিলেন অভিযুক্ত চিকিৎসক উমর মহম্মদ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হওয়া দুই চিকিৎসক আদিল রাথর এবং জসির বিলাল ওয়ানিকে নিয়ে আনন্তনাগের জঙ্গলে যায় জম্মু-কাশ্মীর পুলিশ, CRPF এবং NIAর তদন্তকারীরা। সেখানে বোমার পরীক্ষা করার জায়গাটি চিহ্নিত করা হয় এবং উদ্ধার করা হয় বোমা পরীক্ষার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু উপাদান। জানা গিয়েছে, এই জঙ্গলেই বেশ কিছু দিন ধরে চিকিৎসক উমর আশ্রয় নিয়েছিলেন।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- বিস্ফোরণ
- জম্মু-কাশ্মীর

