Delhi 10/11 Blast | ফেটে ক্ষতবিক্ষত ইয়ারড্রাম-ফুসফুস-অন্ত্র! প্রকাশ্যে বিস্ফোরণে মৃতদের ময়নাতদন্তর রিপোর্ট

সোমবারের সন্ধ্যায় গাড়ি বিস্ফোরণের তীব্রতা ঠিক কতটা ছিল, তার অনেকটাই আন্দাজ পাওয়া যায় এই ময়নাতদন্তের রিপোর্টে।
বুধবার লাল কেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের মৃতদের ময়নাতদন্তের প্রাথমিক কিছু বিবরণ প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণের অভিঘাতে ইয়ারড্রাম, ফুসফুস এবং অন্ত্র ফেটে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। নিহতদের শরীরের উপরের দিক, মাথা ও বুকে বেশি আঘাত লেগেছে। অর্থাৎ বিস্ফোরণের জেরে হাই-ইম্প্যাক্ট শকওয়েভে ছিটকে গিয়েছিল নিহতরা। যদিও নিহতদের শরীরে বা কাপড়ে বোমা বিস্ফোরণে পাওয়া কোনো সপ্লিন্টার মেলেনি। ফলে কী ধরণের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা ফরেন্সিক অ্যানালিসিসের পরেই জানা যাবে।
