Delhi Blast-Gurugram | বিস্ফোরণের জের, গুরুগ্রামে ভাড়া থাকা কাশ্মীরিদের তথ্য জমা দেওয়ার নির্দেশ পুলিশের

Wednesday, November 12 2025, 4:26 pm
highlightKey Highlights

জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ছাড়াও কোন কোন বিদেশি নাগরিক রয়েছেন গুরুগ্রামে তা জানার জন্য এই নির্দেশ।


সোমবার সন্ধেয় লালকেল্লা সংলগ্ন অঞ্চলে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় এখনও ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়ে হাসপাতালে আরও ২১ জন। দিল্লি সহ গোটা দেশের মেট্রো সিটিগুলিতে জারি হয়েছে রেড অ্যালার্ট। বিস্ফোরণের দিন দুয়েক পরেই নববর্ষের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে নয়া নির্দেশিকা জারি করলো গুরুগ্রাম পুলিশ। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত গুরুগ্রামের সমস্ত হাউজ়িং সোসাইটি, ভাড়াবাড়ি এবং পিজি-র মালিককে বাসিন্দাদের ছবি, আধার কার্ডের ফটোকপি-সহ তথ্য জমা দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File