Delhi Blast | ‘সুইসাইড বম্বিং আদতে শহিদ অভিযান’! আত্মঘাতী হামলার আগে ভিডিয়ো উমরের!

Tuesday, November 18 2025, 6:51 am
Delhi Blast | ‘সুইসাইড বম্বিং আদতে শহিদ অভিযান’! আত্মঘাতী হামলার আগে ভিডিয়ো উমরের!
highlightKey Highlights

দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে 'সুইসাইড বম্বার' হিসেবে কাজ করেছিলেন কাশ্মীরের বাসিন্দা পেশায় চিকিৎসক উমর উন নবী


দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে 'সুইসাইড বম্বার' হিসেবে কাজ করেছিলেন কাশ্মীরের বাসিন্দা পেশায় চিকিৎসক উমর উন নবী। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে পার্কিং লটে দেখা যায় তাঁকে। এবার প্রকাশ্যে এলো উমরের এক ভিডিয়ো। ঝরঝরে ইংরেজিতে ওই ভিডিয়োয় সে বলেছে, ‘সুইসাইড বম্বিং নিয়ে একাধিক যুক্তি, পাল্টা যুক্তি রয়েছে। একজন ব্যক্তি যখন জানে যে, সে একটি নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিস্থিতিতে মারা যাবে এবং প্রকৃতির নির্ধারিত সময়ের আগেই তার মৃত্যু হবে, তখন তা সুইসাইড বম্বিং নয় শহিদ অভিযান বা অপারেশন বলে বিবেচিত হয়।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File