দেশ

Delhi Pollution | আলোর উৎসবে দূষণে মোড়া রাজধানী দিল্লি, মাত্রা ছাড়াল ২৫০-র গণ্ডি

Delhi Pollution | আলোর উৎসবে দূষণে মোড়া রাজধানী দিল্লি, মাত্রা ছাড়াল ২৫০-র গণ্ডি
Key Highlights

রাজধানীর বাতাসের গুণগত মান বা একিউআই মঙ্গলবার পৌঁছেছে ২৫৪-তে।

ফের উৎসবের মরশুমে দূষণের কবলে দিল্লি। CPCB-র তথ্যানুসারে, আনন্দ বিহারে দূষণের মাত্রা ৩৮৪, ওয়াজিরপুরে ৩৫৯, জাহাঙ্গিরপুরী ৩০৭, সিরি ফোর্ট ৩০৩। তথ্য থেকে আরও জানা যাচ্ছে, ১৪ অক্টোবর থেকে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। রাজধানীর বাতাসের গুণগত মান বা একিউআই মঙ্গলবার পৌঁছেছে ২৫৪তে। এহেন পরিস্থিতিতে দিল্লিতে বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি পোড়ানো যাবে। বাজি ফাটানোর সময়সীমা সকাল ৬টা থেকে ৮টা এবং সন্ধে ৮টা থেকে ১০টা।