Delhi | শীত পড়তেই ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী, ‘অতি খারাপ’ ক্যাটিগরিতে পৌঁছেছে বাতাস

রাজধানী দিল্লিতে দ্রুত নামছে তাপমাত্রার পারদ আর পাল্লা দিয়ে বাড়ছে বাতাসের দূষণ।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দিল্লিতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার রাজধানী দিল্লিতে তাপমাত্রার পারদ দ্রুত নামছে। পাল্লা দিয়ে বাড়ছে দূষণও। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রেকর্ড অনুযায়ী, রবিবার সকালে দিল্লির AQI ৩৯১। যা ‘অতি খারাপ’ ক্যাটাগরির মধ্যে পড়ে। গ্রেটার নয়ডায় এলাকায় বাতাসের গুণগত মান ৩৬৫। বুরারি এবং আলিপুরে রবিবার সকালের AQI ছিল যথাক্রমে ৪৩০ এবং ৪১৪। সকালে গুরুগ্রামের AQI ছিল ২৫৪, যা অন্য এলাকাগুলির তুলনায় কিছুটা ভালো।
