Delhi Air Pollution | দিল্লির বাতাসে বিষ, দূষণ সার্টিফিকেট ছাড়া কোনও গাড়িকে তেল নয়! কড়া নির্দেশ সরকারের

Thursday, December 18 2025, 6:40 am
highlightKey Highlights

পেট্রোল পাম্পগুলিকে জানানো হয়েছে দূষণ সংক্রান্ত সার্টিফিকেট ছাড়া কোনও গাড়িকে জ্বালানী না দিতে।


দূষণের জেরে জেরবার দিল্লি। এবার দূষণ রোধে কড়া হলো প্রশাসন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে সরকার জানিয়েছে, বিএস ছয় (BS VI) ইঞ্জিন নেই এমন গাড়িকে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হবে না। এর ফলে গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ এবং নয়ডা থেকে আশা প্রায় ১২ লক্ষ্য গাড়ি দিল্লিতে ঢুকতে পারবে না। দিল্লির পেট্রোল পাম্পগুলিতে ইতিমধ্যেই স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা বসানো হয়েছে। দূষণ সংক্রান্ত সার্টিফিকেট ছাড়া কোনও গাড়িকে জ্বালানী না দেওয়ার নির্দেশিকা জারি হয়েছে শহরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File