Delhi Air Pollution | দিল্লির বাতাসে শ্বাস নিচ্ছেন? দিনে ১৪টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হতে পারে!- বলছে রিপোর্ট
Tuesday, December 2 2025, 2:14 pm
Key Highlightsযদি আপনি রাজধানী দিল্লিতে থাকেন, দিল্লির বাতাসে শ্বাস নেন, তাহলে দিনে ১৪টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হচ্ছে আপনার শরীরের।
দিল্লির বায়ুদূষণ নিয়ে উদ্বেগজনক রিপোর্ট সামনে এসেছে। AQI.IN একটি প্রতিবেদনে জানিয়েছে, দিল্লিতে দূষিত বায়ুকণা পিএম ২.৫র মাত্রা বেশ কয়েক দিন ধরে ৩০০ ug/m³র কাছাকাছি রয়েছে। আন্তর্জাতিক মডেল অনুসারে, ২২ ug/m³ পিএম ২.৫কে একটি সিগারেটের সমতুল্য বিবেচনা করা হয়। সেই হিসেবে ধূমপান না করেও দিল্লির বাসিন্দাদের প্রতিদিন ১৩ থেকে ১৪টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেছিলেন, দিল্লির বায়ুদূষণের ফলে হাঁটতে বেরিয়ে শ্বাস নিতে সমস্যা হয়।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- দিল্লি হাইকোর্ট
- দিল্লি পুলিশ
- ভারত
- বায়ুদূষণ
- পরিবেশ দূষণ
- কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

